ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুর আগেই তিন দিন পেছালো ফেডারেশন কাপ ফুটবল

প্রকাশিত: ২০:২০, ৫ ডিসেম্বর ২০২০

শুরুর আগেই তিন দিন পেছালো ফেডারেশন কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লীগ কমিটির এক সভা শনিবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। সভার শুরুতে বাফুফের সাবেক সহ-সভাপতি বাদল রায় ও বিশ^ ফুটবলের কিংবদন্তী তারকা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪টি বিষয়ে সিদ্বান্ত গ্রহণ করা হয়। এগুলো হলো : পূর্ব নির্ধারিত ১৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২২ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ-এর মাধ্যমে ২০২০-২১ মৌসুমের খেলা শুরু হবে, পরবর্তী এএফসি কাপ ২০২১-এ বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড ঢাকা অংশ নেবে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১-এর খেলা মোট ৫টি ভেন্যুতে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম-নরসিংদী, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা) পুনরায় পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এর খেলা আয়োজনের লক্ষ্যে ভেন্যুসমূহের পরিচর্যা বাফুফে কর্তৃক করা হবে।
×