ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরানো ঢাকার গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২০:১৪, ৫ ডিসেম্বর ২০২০

পুরানো ঢাকার গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন। নিহতের বাবার নাম আমাউল্লাহ। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। তিনি যাত্রাবাড়ি মানিকনগর এলাকায় থাকতেন। জাবেদের সহকর্মী সবুজ জানান, তারা মতিঝিল গোপিবাগে একটি নির্মানাধীন সাত তলা ভবনে কাজ করছিলেন। জাবেদ সেখানে স্যানিটারির কাজ করতেন। তিনি জানান, শনিবার সকাল থেকে নিচতলায় পানির হাউজের মোটরে পানি উঠছিল না। জাবেদ রিজার্ভ ট্যাংকিতে নেমে মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান, হাসপাতালে পুলিশ ফাঁিড়র পরিদর্শক বাচ্চু মিয়া।
×