ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ফেন্সিডিল উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ১৮:০৮, ৫ ডিসেম্বর ২০২০

নওগাঁয় ফেন্সিডিল উদ্ধার ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শনিবার সকাল ও শুক্রবার রাতে নওগাঁর মহাদেবপুর ও সাপাহারে পৃথক অভিযানে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে মহাদেবপুর উপজেলা সদরের বচনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬৪ বোতল ফেনসিডিলসহ জালাল উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপতার করেছে পুলিশ। জালাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় টাপ্পু গ্রামের সানাউল্লাহ ওরফে সানুর পুত্র। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বচনা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় নওগাঁগামী জালাল উদ্দিনের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে পৃথক দুটি ব্যাগ থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে শুক্রবার রাতে নওগাঁর সাপাহারে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেন্সিডিলসহ আমিন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আমিন হোসেন উপজেলার বিন্যাকুড়ি গ্রামের ইসরাইল হোসেনের পুত্র বলে জানা গেছে। সাপাহার উপজেলার সাপাহার- জবই রাস্তার ভাতকাড়া মোড় থেকে শুক্রবার দিনগত রাত আনুমানিক ১২ টার দিকে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের নির্দেশে থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আমিন হোসেনকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছে থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন ও ১ টি ভারতীয় এয়ারটেল সিম উদ্ধার করা হয়। সাপাহার থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়।
×