ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০ দিন বয়সী সন্তান রেখে চলে গেলেন কামরুন নাহার

প্রকাশিত: ১৭:৩১, ৫ ডিসেম্বর ২০২০

২০ দিন বয়সী সন্তান রেখে চলে গেলেন কামরুন নাহার

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা জজ আদালতের নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেগম কামরুন নাহার (২৪) মারা গেছেন। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। তিনি শনিবার এক শোকাবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শারীরিক জটিলতা নিয়ে তিন সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় এবং করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। কামরুন নাহারের ফুসফুস প্রায় ৮০ শতাংশ নষ্ট হয়ে যাওযায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কামরুন নাহার ২০১৬ সালে চাকরিতে যোগদান করেন। তার স্বামী ওমর ফারুক স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সিরাজগঞ্জ অফিসে উপসহকারী প্রকোশলী পদে কর্মরত আছেন।
×