ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু টি২০ তিন ‘আলীতে’ টানা দ্বিতীয় জয় ঢাকার

প্রকাশিত: ০০:৫৮, ৫ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি২০ তিন ‘আলীতে’ টানা দ্বিতীয় জয় ঢাকার

মোঃ মামুন রশীদ ॥ বঙ্গবন্ধু টি২০ কাপে পরাজয়ের হ্যাটট্রিক করা বেক্সিমকো ঢাকা শুক্রবার রাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ২৫ রানে হারায় মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। ঢাকার জয়ে অসামান্য অবদান রাখেন দুর্দান্ত ‘আলী ত্রয়ী’। রাজশাহীকে বিপর্যস্ত করেন ঢাকার তিন ‘আলী’- ইয়াসির, আকবর ও মুক্তার। আগে ব্যাট করে ইয়াসির ও আকবরের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলে ঢাকা। ইয়াসির ৬৭ ও আকবর অপরাজিত ৪৫ রান করেন। জবাবে মুক্তারের বিধ্বংসী বোলিংয়ে ১৯.১ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় রাজশাহী। মুক্তার ৪ উইকেট নেন। ঢাকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে রাজশাহীর। টানা দুই জয়ে শুরু করা দলটি পরাজয়ের হ্যাটট্রিক করল। ৫ ম্যাচে ৪ পয়েন্ট তাদের, সমান ম্যাচে ঢাকার পয়েন্টও ৪। বঙ্গবন্ধু টি২০ কাপে আগের ৪ ম্যাচে ঢাকার ইনিংসগুলো ছিল- ১৬৭/৫, ৮৮/১০, ১০৯/১০ ও ১০৯/৩। সব ম্যাচেই ইনিংসের শুরুতে বেশ সংগ্রাম করতে হয়েছে দলটিকে। শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমেও একই চিত্র দেখা গেছে। ব্যাটিং অর্ডারে বদল এনে নাঈম হাসান ও মোহাম্মদ নাইম শেখকে দিয়ে ওপেনিং, ওয়ান ডাউনে মুশফিকুর রহিম ও চার নম্বরে তানজিদ হাসান তামিমকে নামিয়েও ভাগ্যের উন্নতি হয়নি। দলীয় ৬৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। ততক্ষণে পেরিয়ে গেছে ১০ ওভার। অন্যদের ব্যর্থতার ভিড়ে দারুণ খেলে মুশফিক নিজেও ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে সাজঘরে ফিরে যান। বিপর্যস্ত অবস্থায়ও ইয়াসির-আকবর ঝড় তোলেন। পরের ৯ ওভারে তারা দলীয় সংগ্রহে ১০০ রান যোগ করেন। ইনিংসের শেষ ওভারের শুরুতেই ইয়াসির সাজঘরে ফেরেন ৩৯ বলে ৯ চার, ১ ছক্কায় ৬৭ রানে। তবে আকবর ২৩ বলে ৩ চার, ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৪৫ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। মুকিদুল ইসলাম মুগ্ধ ২ উইকেট নেন। স্কোর ॥ বেক্সিমকো ঢাকা ইনিংস- ১৭৫/৫; ২০ ওভার (ইয়াসির ৬৭, আকবর ৪৫*, মুশফিক ৩৭; মুকিদুল ২/৩৮)। মিনিস্টার গ্রুপ রাজশাহী ইনিংস- ১৫০/১০; ১৯.১ ওভার (ফজলে রাব্বি ৫৮, রনি ৪০; মুক্তার ৪/৩৭, শফিকুল ৩/৩১, রুবেল ২/১৫)। ফল ॥ বেক্সিমকো ঢাকা ২৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইয়াসির আলী (বেক্সিমকো ঢাকা)।
×