ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতকে জেতালেন চাহাল

প্রকাশিত: ২২:৪৮, ৫ ডিসেম্বর ২০২০

ভারতকে জেতালেন চাহাল

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। টানা দুই হারে সিরিজ খোয়ানোর পর শেষ ওয়ানডে জিতে ‘হোয়াইটওয়াশ’ এড়িয়েছিল বিরাট কোহলির দল। টি২০তে অবশ্য তাদের শুরুটা অবশ্য হয়েছে দারুণ। শুক্রবার ক্যানবেরায় প্রথম ম্যাচে ১১ রানের জয় পেয়েছে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করে ভারত। জবাবে সমান ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তবে রবীন্দ্র জাদেজা অসুস্থ হয়ে মাঠ ছাড়লে ‘কনকাশন বদলি’ হিসেবে সুযোগ পেয়ে নায়ক বনে যান যুবেন্দ্র চাহাল। ৩ উইকেট নেন এই লেগস্পিনার। তার আগে ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়োইনিংস খেলেন জাদেজা। এটিকে তাই জাদেজা-চাহালের দ্বৈত সাফল্যই বলা যায়। সিডনিতে দ্বিতীয় টি২০ রবিবার। টসে হেরে ব্যাটিং পাওয়া ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহে বড় অবদান লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। ৪০ বলে সর্বোচ্চ ৫১ রান করে আউট হন রাহুল। জাদেজাও অপরাজিত ৪৪ রানে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে ফিঞ্চ ৩৫, ডি শর্ট ৩৪ ও হেনরিকুইস করেন ৩০ রান। তবে নাটকীয়তা ছিল জাদেজার ‘কনকাশন বদলি’ নিয়ে। ফিল্ডিংয়ের সময় আঘাত পান ভারতীয় অলরাউন্ডার। কিন্তু কনকাশনের নিয়ম অনুযায়ী কেবল মাথায় আঘাত পেলে এবং ডাক্তার সেটিকে গুরুতর মনে করলেই বিকল্প খেলোয়াড় ব্যাটিং বা বোলিংয়ের সুযোগ পাবেন। ফলে ‘কনকাশন সাব’ হয়েও বোলিং ম্যাজিকে নায়ক বনে যান চাহাল।
×