ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্তরা-প্রিয়ার ফেরা

প্রকাশিত: ২২:৪৮, ৫ ডিসেম্বর ২০২০

অন্তরা-প্রিয়ার ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সাউথ এশিয়ান (এসএ) গেমসে নেপালের সাদতোবাদো কমপ্লেক্সে লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছিলেন তিন কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা, মারজান আক্তার প্রিয়া ও আল-আমিন। দীর্ঘ প্রায় এক বছর পর ফের ম্যাটে নামছেন তারা। আগামী ১০-১২ ডিসেম্বর পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্যদের সঙ্গে লড়বেন আনসারের হুমায়রা এবং সেনাবাহিনীর প্রিয়া ও আল-আমিন। ৭৬ সংস্থা ও জেলার প্রায় সাড়ে নয় শ’ কারাতেকা এবং দেড় শ’ অফিসিয়াল অংশ নেবেন ওই আসরে। ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমসের আসর। এই প্রতিযোগিতায় পদক জেতা কারাতেকাদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। সেখান থেকেই এসএ গেমসের জন্য কারাতেকা বাছাই করা হবে। দীর্ঘদিন পর ম্যাটে নামার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অন্তরা, ‘খুব ভাল লাগছে আবার ফিরতে পেরে। এসএ গেমস থেকে আসার পর তো আর খেলাই হয়নি। যদিও বাসাতেই অনুশীলন করেছি।’ প্রিয়ার কথা, ‘সেনাবাহিনীতে অনুশীলন চালিয়ে গেছি। আশাকরি এখানেও স্বর্ণপদক ধরে রাখতে পারব।’
×