ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে পুত্রবধূ হত্যার অভিযোগে শাশুড়ি আটক

প্রকাশিত: ২২:৩৫, ৫ ডিসেম্বর ২০২০

ঈশ্বরগঞ্জে পুত্রবধূ হত্যার অভিযোগে শাশুড়ি আটক

সংবাদদাতা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ৪ ডিসেম্বর ॥ উপজেলায় এক পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুরসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চরপুবাইল গ্রাম থেকে ওই পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের শাশুড়ি নূরুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, নিহত পুত্রবধূ তাসলিমা আক্তার (২৬) মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুস সালামের কন্যা। সাত বছর আগে চরপুবাইল গ্রামের অলিম উদ্দিনের পুত্র সোহেল মিয়ার (৩২) সঙ্গে তার বিয়ে হয়। তাসলিমার এক পুত্র ও কন্যা আছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাসলিমার অসুস্থতার খবর আসে বাড়িতে। তখন জানানো হয় দ্রুত না আসলে জীবিত অবস্থায় দেখতে পাবে না। এই অবস্থায় রাতেই পরিবারের লোকজন মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে মৃত্যুর সংবাদ পায়। তখন তাদের জানানো হয় তাসলিমা স্ট্রোক করে মারা গেছে। এর মধ্যে শুক্রবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে সকল প্রস্তুতি শুরু করে। এ সময় তাসলিমার গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে কারণ জানতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন সঠিক কোন উত্তর না দিয়ে সরে পড়েন। খবর পেয়ে শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহতের শাশুড়ি নূরুন্নাহারকে আটক করেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের দাবি, তাদের মেয়েকে হত্যার পর নাটক সাজানো হচ্ছিল। থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।
×