ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় বধ্যভূমি ও গণকবর অযত্ন ও অবহেলায় ধ্বংস হচ্ছে

প্রকাশিত: ২১:৩৮, ৫ ডিসেম্বর ২০২০

মাগুরায় বধ্যভূমি ও গণকবর অযত্ন ও অবহেলায় ধ্বংস হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ ডিসেম্বর ॥ অযত্ন ও অবহেলায় মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও গণকবরগুলো ধ্বংস হতে চলেছে। ফলে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর বর্বরতার চিহ্ন ধ্বংস হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মাগুরা শহরের ঢাকা রোড নবগঙ্গা নদীর ব্যারেজে এবং ডাইভারশন ক্যানালে পাকবাহিনী শত শত মানুষকে গুলি করে নদীতে ভাসিয়ে দেয়। শহরে পিটিআই প্রাঙ্গণে পাকবাহিনী শত শত মানুষকে হত্যা করে গণকবর দেয়। মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়ায় সড়কের দুই পাশে গণকবর দুটি অবস্থিত। একটিতে ৭ জন এবং অপরটিতে ৬ মুক্তিযোদ্ধা শায়িত রয়েছেন। দীর্ঘদিনের অযত্ন অবহেলায় গণকবর দুটি নিশ্চিহ্ন হতে চলেছে। বনেজঙ্গলে ভরা। পূর্বে সামান্য ইট দিয়ে গাঁথা ছিল বর্তমানে কোন কিছু নেই।এই সব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। নেই কোন স্মৃতিফলক। ফলে জেলার গণকবর ও বধ্যভূমি অযত্ন অবহেলায় ধ্বংস হতে চলেছে।
×