ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে খড়ের গাদার নিচে কিশোরের লাশ

প্রকাশিত: ২১:৩৬, ৫ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জে খড়ের গাদার নিচে কিশোরের লাশ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার সকালে শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ী তালতলা ধানক্ষেতের ভেতর খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ থানা পুলিশ। শরিফুল পার্শ্ববর্তী তেলকুপি গ্রামের ওয়াসিমের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে শরিফুল আর ফেরেনি। রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে ফুলবাড়ী তালতলা এলাকার ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচে তার লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত কিশোরের গলায় গেঞ্জি পেঁচানো ছিল। মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাদার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। নীলফামারীতে সৎ দাদির হাতে নাতি খুন স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চার বছরের নাতিকে শ্বাসরোধে হত্যার পর ঘরে তালা মেরে পালিয়ে গেছে সৎ দাদি তছলিমা বেগম। ঘঁনাটি ঘটে জেলা সদরের সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে। শিশুর বাবা নুরুজ্জামালের করা অভিযোগে শুক্রবার নীলফামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুর নাম মোরছালিন। একমাত্র সন্তানকে সৎ দাদির হত্যার ঘটনায় শিশুটির বাবা-মা পাগলপ্রায়। শিশুটির বাবা নুরুজ্জামাল জানায়, প্রতিদিনের মতো ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তাদের চার বছরের একমাত্র সন্তান মোরছালিনকে তার সৎ দাদি তছলিমার কাছে রেখে তারা স্বামী-স্ত্রী কৃষি জমিতে কামলা দিতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরে তালা দেয়া। দীর্ঘ সময় অপেক্ষার পর ছেলে ও সৎ মার কোন হদিস না পেয়ে তারা ঘরের তালা ভেঙ্গে ঢুকে দেখে সন্তানের মৃতদেহ বিছানায় পড়ে আছে।
×