ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শনিবার থেকে এ্যান্টিজেন পরীক্ষা

প্রকাশিত: ২১:৩৫, ৫ ডিসেম্বর ২০২০

শনিবার থেকে এ্যান্টিজেন পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৪ ডিসেম্বর ॥ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করোনাভাইরাস শনাক্তের এ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। এ পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। এর ফলে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফফল পাবে উপকূলের মানুষরা। জানা গেছে, এ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ইতোমধ্যে একজন ডাক্তার এ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার কীট পৌঁছেছে। এ্যান্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে তারা প্রশিক্ষিত ডাক্তারের নিকট থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন।
×