ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকার বাস ও ট্রেনের সময়সূচী জানা যাবে গুগলে

প্রকাশিত: ১৯:৫৭, ৫ ডিসেম্বর ২০২০

ঢাকার বাস ও ট্রেনের সময়সূচী জানা যাবে গুগলে

স্টাফ রিপোর্টার ॥ গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। গুগল ট্রানজিট নামে নতুন এই এই ফিচারের মাধ্যমে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের রুট, স্টপিজ ও ভ্রমণের আনুমানিক সময়ও জানতে পারবেন ব্যবহারকারীরা। গত ৩ ডিসেম্বর থেকে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের জন্য প্রাথমিকভাবে গুগল ট্রানজিট ফিচারটি প্রযোজ্য হবে। এর মাধ্যমে গুগল ট্রানজিট ব্যবহারকারী জানতে পারবে বাস স্টপেজ কোথায়, কত দূরত্বে, কত সময় লাগবে, গন্তব্যে যেতে কোন বাসে উঠতে হবে, কোন পথে যেতে হবে, কোন স্টপেজে থামতে হবে, নির্ধারিত গন্তব্যের ভাড়া কত, আনুমানিক দূরত্ব এমনকি কত সময় লাগবে তাও জানাবে গুগল ট্রানজিট। গুগল ট্রানজিট যেভাবে ব্যবহার করতে হবে তা হলো- গুগল ম্যাপস খুলতে হবে এ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে। সার্চ অপশনে গন্তব্য লিখতে হবে এবং ডিরেকশনস ট্যাপ করতে হবে কিংবা গো অপশনটিতে ট্যাপ করতে হবে। ঠিক করতে হবে সোর্স ও ডেস্টিনেশন। ট্রানজিট আইকন ট্যাপ করতে হবে পথ ও গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে। এবার রেকমেন্ডেড রুট ট্যাপ করুন রুটের স্টপেজ সংক্রান্ত তথ্য পেতে। বাসের সময়সূচী ও গন্তব্যের তালিকা জানতে ট্যাপ করুন যেকোন বাসস্টপ আইকন। অবশ্য গুগল ট্রানজিটের আগে বাংলাতে টু-হুইলার নেভিগেশন মোড এবং টার্ন বাই টার্ন ভয়েস নেভিগেশন ফিচার চালু করেছিল গুগল। তবে তা ছিল বাংলাদেশের রাইডারদের জন্য।
×