ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরা শহরের বিজয় স্তম্ভের নক্সা চূড়ান্ত

প্রকাশিত: ১৯:৫৬, ৫ ডিসেম্বর ২০২০

মাগুরা শহরের বিজয় স্তম্ভের নক্সা চূড়ান্ত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা শহরের ভায়না মোড়ে বিজয় স্তম্ভের নক্সা চূড়ান্ত করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বদলীয় নেতাকর্মীরা একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে এই নক্সা চূড়ান্ত করেন। সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নক্সায় ৭টি স্তম্ভের মাধ্যমে ৭ বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ৭ ডিসেম্বর মাগুরামুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদ এ নক্সার রূপকার। মতবিনিময় সভায় সাইফুজ্জামান শিখর এমপিসহ বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমির চক্রবর্তী, জেলা জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি ফতে আলী টিপ, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, আইটি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জেলার বৃহত্তর স্বার্থে সব দলের নেতাকর্মীর ঐকমত্যের পৌঁছানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বিষয়টির সমন্বয় করার জন্য সাইফুজ্জামান শিখর এমপিকে ধন্যবাদ জানান। ৬ লাখ টাকা ব্যয়ে এই বিজয়স্তম্ভ নির্মাণ করা হবে।
×