ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃর্থকস্থানে সড়ক দূঘর্টনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৯:২৯, ৪ ডিসেম্বর ২০২০

রাজধানীতে পৃর্থকস্থানে সড়ক দূঘর্টনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থকস্থানে সড়ক দূঘর্টনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নুর সাহিবা আক্তার (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশু নিহত হয়েছে। এ সময় একই পরিবারের তিনজনসহ ৪ গুরুতর আত হয়েছে। আহতরা হচ্ছে, নিহত শিশুর ভাই জাকির হোসেন (২৩), তার স্ত্রী শিউলী আক্তার (১৯) ও নানী রওশন আরা (৬৫) এবং সিএনজি চালক হাফিজ। নিহত শিশুর বাবা ওমর ফারুক জানান, শুক্রবার সকালে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার নিজ বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে মেয়ে নুর সাইবা মারা যান। এতে তাদের পরিবারের তিনজন গুরুতর আহত হয়। তিনি জানান, কেরানীগঞ্জের চুনকুটিয়ার নিজ বাসায় এলাকাতে একটি মাদ্রাসায় নুর সাইবা পড়ালেখা করতো। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গোলচত্বর এলাকায় একটি সিএনজির ও আল-মক্কা নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ পাঁচজন আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু নুর সাইবাকে মৃত ঘোষণা করেন। এসআই মিজানুর জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। এদিকে একই সময় রাজধানীর যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার ইফতি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত বড়ুয়া (১৮) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত ইফতি রাজারবাগ পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম মোঃ খলিল। আর আহত অনন্ত নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের সহপাঠী আব্রাহল হক জানান, ইফতি ও অনন্তের বাসা বাসাবো ও কদমতলা এলাকায়। সকালে দু’জন মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনার সময় ইফতি মোটরসাইকেল চালাচ্ছিল। পরে যাত্রাবাড়ী এলাকায় একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল থেকে তারা রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষনা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, পৃর্থকস্থান থেকে সড়ক দূঘর্টনায় দুই শিক্ষাথীর মৃত্যু হয়। পরে তাদেরকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আহত অনন্তের দুই পা ও হাতে আঘাত লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মানিকদি এলাকার এঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ইফতিখার ইফতি (১৮) রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত অনন্ত বড়ুয়া (১৮) নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সহপাঠীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে দুজন মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ইফতি মোটরসাইকেল চালাচ্ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।
×