ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিকে ঐক্যবদ্ধ করতে এ সরকারকে বিদায় করতে হবে : ইব্রাহিম

প্রকাশিত: ১৯:২৬, ৪ ডিসেম্বর ২০২০

জাতিকে ঐক্যবদ্ধ করতে এ সরকারকে বিদায় করতে হবে : ইব্রাহিম

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার জনস্বার্থবিরোধী কাজ করছে বলে অভিযোগ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে এ সরকারকে বিদায় করতে হবে। শুক্রবার বিকেলে নিউ-ডিওএইচএস এর কল্যাণ পার্টি কার্যালয়ে দলটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইব্রাহিম বলেন ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন। আমি খালেদা জিয়ার প্রতি সম্মান জানাচ্ছি। সেইসঙ্গে তাঁর সুচিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন জানাচ্ছি। ইব্রাহিম বলেন ২০০৭ সালের ৪ ডিসেম্বর কল্যাণ পার্টি প্রতিষ্ঠার সময় প্রতিশ্রুতি ছিল আমাদের রাজনীতি হবে পরিবর্তনের জন্য। তাই আমাদের দলের নীতিবাক্য হচ্ছে পরিবর্তনের জন্য রাজনীতি। আমরা বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যেই রাজনৈতিক দল গঠন করেছিলাম এবং এখনও সেই লক্ষ্যই ধারণ করি। ইব্রাহিম বলেন, ওয়ান ইলেভেনের সময় জনগণের মনে আশা জাগানিয়া একটি প্রতিশ্রুতি নিয়ে ব্যতিক্রমধর্মী একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। কিন্তু দেশি-বিদেশি চাপ বা প্রলাভনের মুখে তারা তাদের লক্ষ্যবস্তুতে অটল থাকতে পারেনি। তারা যে বিশ্বাস ভঙ্গ করেছে এবং ব্যর্থ হয়েছে, তার মাশুল জাতি গত ১২ বছর যাবত দিয়ে যাচ্ছে। দুর্নীতিমুক্ত নেতৃত্বের অধীনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা ইব্রাহিম বলেন, আজকের এই দিনে আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সকল রাজনৈতিক দলগুলোর প্রতি এবং দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আবেদন করছি, এ জাতিকে একতাবদ্ধ করার সংগ্রামে যুক্ত হোন। ইব্রাহিম বলেন, দেশের মানুষ গত ৪৯ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেশ শাসন করতে দেখেছে, ক্ষমতার ভেতরে বা ক্ষমতার বাইরে বিভিন্ন নেতার রাজনীতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। আমার বিশ্বাস, জনগণ নিশ্চয়ই পরীক্ষিত, প্রমাণিত ও দর্শনীয়ভাবে দুর্নীতিবাজ, অনৈতিক, অদক্ষ ব্যক্তি বা গোষ্ঠীকে পরিহার করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপি সভাপতি কর্নেল অব. অলি আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।
×