ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেমকন খুলনা ৪৮ রানে হারিয়েছে ফরচুন বরিশালকে

প্রকাশিত: ১৬:৩৭, ৪ ডিসেম্বর ২০২০

জেমকন খুলনা ৪৮ রানে হারিয়েছে ফরচুন বরিশালকে

অনলাইন ডেস্ক ॥ জেমকন খুলনা ৪৮ রানে হারিয়েছে ফরচুন বরিশালকে । এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে খুলনা। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক জাকির হাসানের ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রান করে খুলনা। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি খুলনার। দলীয় ১৯ রানে বিদায় নেন ওপেনার জহুরুল ইসলাম (২)। এরপর ইমরুল কায়েসকে নিয়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার জাকির হাসান। তাদের ৯০ রানের জুটি ভাঙ্গেন কামরুল ইসলাম। তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ইমরুল (৩৭)। এর পরপরই ফেরেন জাকির। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। দলীয় ১৩০ রানে চতুর্থ উইকেট হিসেবে আউট হন সাকিব আল হাসান (১৪)। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লার ১৪ বলে ২৪ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় খুলনা। এর আগে শামীম হাসান করেন ৬ রান। আরিফুল হক ৬ ও শুভাগত হোম ৫ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কামরুল। ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। জবাব দিতে নেমে শুরটা দুর্দান্ত করে বরিশাল। ওপেনিং জুটিতে দলকে ৫৭ রান এনে দেন তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের এই জুটি ভাঙ্গেন শুভাগত। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন ইমন। এরপর স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই শুভগতর দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। তার ২১ বলে ৩২ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১ ছয়ে। রান আউটের শিকার হয়ে দলকে আবারও খাদের কিনারে ঠেলে দেন আফিফ হোসেন (৩)। এরপর তৌহিদ হৃদয় (৩৩) ও ইরফান শুক্কুর (১৬) চেষ্টা করেছিলেন জুটি গড়তে। কিন্তু তা আর সম্ভব হয়নি। মাহিদুল ইসলাম অঙ্কন ১০, মেহেদী হাসানের ১, তাসকিনের ০, তানভীর ইসলাম ০, কামরুলের ১ রান কেবল পরাজয়ের ব্যবধানটুকু কমাতে পেরেছে। ব্যাট হাতে ব্যর্থ হলেও ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সাকিব। দু’টি করে উইকেট নিয়েছেন শুভাগত, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। সংক্ষিপ্ত স্কোর: জেমকন খুলনা: ২০ ওভারে ১৭৩/৬ (জহুরুল ২, জাকির ৬৩, ইমরুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ২৪, শামীম ৫, আরিফুল ৬*, শুভাগত ৫*; তাসকিন ৪-০৪৩-২, আবু জায়েদ ৪-০-৩৩-০, মিরাজ ৪-০-২৫-০, আফিফ ২-০-২২-০, রাব্বি ৪-০-৩৩-৩, তানভির ২-০-১৬-১) বরিশাল ফরচুন: ১৯.৫ ওভারে ১২৫ (তামিম ৩২, পারভেজ ১৯, আফিফ ৩, হৃদয় ৩৩, শুক্কুর ১৬, মাহিদুল ১০, মিরাজ ১, তাসকিন ০, তানভির ০, কামরুল ১, আবু জায়েদ ০*; সাকিব ৪-০-২২-১, শুভাগত ৩-০-১৮-২, আল আমিন ৪-০-৩১-১, শহিদুল ২.৫-০-১৭-২, হাসান ৪-০-১৮-২, মাহমুদুল ১-০-১৩-০, শামীম ১-০-২-০) ফল: ৪৮ রানে জয়ী জেমকন খুলনা ম্যান অব দা ম্যাচ: জাকির হাসান
×