ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় চেয়ারম্যান শিমু নির্দোষ দাবি করে বাবার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৪:২০, ৪ ডিসেম্বর ২০২০

কলাপাড়ায় চেয়ারম্যান শিমু নির্দোষ দাবি করে বাবার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় চাঁদার জন্য বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্ত্রীসহ গ্রেফতার টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। তিনি এসময় তার ছেলের মুক্তি দাবি করেন। আজ শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জুলহাস মোল্লা। লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে, কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক চেয়ারম্যান মশিউর রহমান শিমুর জনপ্রিয়তা নষ্ট করার জন্য তার বিরুদ্ধে গত ২৯ নবেম্বর মামলা দায়েরের পর তাকে স্ত্রীসহ পুলিশ গ্রেফতার করে। মামলায় মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি ও তার নেতৃত্বে হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করে অবিলম্বে এ মামলা প্রত্যাহারসহ শিমুর মুক্তি দাবি করেন।
×