ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে সতর্ক হওয়ার আহ্বান জানাল ইরান

প্রকাশিত: ১৪:০২, ৪ ডিসেম্বর ২০২০

আফগানিস্তানকে সতর্ক হওয়ার আহ্বান জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ যেকোনো সরকারি বিবৃতি প্রকাশ করার ক্ষেত্রে আরো বেশি সাবধান হওয়ার জন্য আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমরা বন্ধু ও ভ্রাতৃপ্রতীম আফগান কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে যেখানে দৃশ্যত আফগান নাগরিকদের সঙ্গে কথিত ইরানি নাগরিকদের দুর্বব্যবহারের দৃশ্য রয়েছে। এ সম্পর্কে ইরানের পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশিত ভিডিওচিত্রগুলো ইরানে ধারণ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। খাতিবজাদে পুলিশের ওই বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আরো বলেছেন, আলোচ্য ঘটনাটি ইরানের মাটিতে সংঘটিত হয়নি। তবে বিশ্বের যেখানেই এ ঘটনা ঘটে থাকুক সে ব্যাপারে দুঃখ প্রকাশ করে ইরানের এই মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি বা ভিডিও’র ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করার আগে আফগান কর্মকর্তাদের উচিত ছিল বিষয়টি আরো খতিয়ে দেখা। তিনি বলেন, অচিরেই যখন আফগানিস্তানের হেরাতের সঙ্গে ইরানের খাফ শহরের সরাসরি রেল যোগাযোগ উদ্বোধন করা হচ্ছে তখন দু’দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ককে নস্যাত করার সম্ভাব্য প্রচেষ্টার ব্যাপারেও কাবুলকে সতর্ক থাকতে হবে।
×