ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা

প্রকাশিত: ১৩:৫১, ৪ ডিসেম্বর ২০২০

পটুয়াখালীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। এ পদ্ধতিতে একটি স্ট্রীপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। এর ফলে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাবে উপকূলের মানুষরা। জানাগেছে, অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ইতিমধ্যে একজন ডাক্তার এ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার কীট পৌঁছেছে। এন্টিজেন টেষ্ট সম্পন্নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে তারা প্রশিক্ষিত ডাক্তারের নিকট থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই টেষ্টের ফলে বরিশাল ও ঢাকার আরটিপিসিআর ল্যাবের উপর থেকে চাপ অনেক কমে আসবে । পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুর মতিন জানান, শনিবার থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ডাক্তার, নার্স, প্যার্থলজিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করছে। অ্যান্টিজেন পরীক্ষায় যে গুলো ফলাফল ‘ফলস’ হবে সে সকল নমুনা পূনরায় পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন ৩০০ টি করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই ফেইসবুক ভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাড. মুশফিকুর রহমান তুহিন বলেন, করোনা সংক্রমণ শুরুর দিকে পটুয়াখালীর সকলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই একটি গ্রুপ খোলা হয়। তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা স্মারকলিপি প্রেরণ করি। আগামী শনিবার বাংলাদেশে ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে পটুয়াখালীকে অন্তর্ভুক্ত করেছেন। এই পরীক্ষাটি আমাদের জন্য দরকারী ছিলো। এজন্য আমাদের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, এন্টিজেন পরীক্ষার পাশাপাশি পটুয়াখালীতেও একটি আরটিপিসিআর ল্যাব স্থাপনের দাবি জানাই।
×