ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে চায় সব দলই!

প্রকাশিত: ০১:৩৩, ৪ ডিসেম্বর ২০২০

মাশরাফিকে চায় সব দলই!

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিন আগে প্রায় ৯ মাস পর বোলিং অনুশীলন করেছেন মাশরাফি বিন মর্তুজা। তাতেই ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসারকে দলে পেতে আগ্রহী বঙ্গবন্ধু টি২০ কাপের সব দল। জেমকন খুলনা থেকে মাশরাফিকে দলে নেয়ার ব্যাপারে পরিষ্কারভাবেই আগ্রহের কথা জানানো হয়েছে। ফরচুন বরিশালও তাকে পেতে আগ্রহের কথা জানিয়েছে। গুঞ্জন আছে বেক্সিমকো ঢাকাও শক্তি বাড়াতে মাশরাফিকে দলে ভেড়াতে চায়। আর যেদিন মিরপুর জাতীয় একাডেমিতে বোলিং অনুশীলন করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, সে সময় অনুশীলন করছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। এ কারণে গুঞ্জন রয়েছে চট্টগ্রামও তাকে পেতে চায়। কারণ মুমিনুল হক সৌরভ আঙ্গুলের ইনজুরিতে ছিটকে গেছেন। প্লেয়ার্স ড্রাফট থেকে মিনিস্টার গ্রুপ রাজশাহী কোন ‘এ’ গ্রেড প্লেয়ার নেয়নি। প্রথম থেকেই গুঞ্জন তারা মাশরাফির অপেক্ষায় আছে। অবশ্য মাশরাফিকে দলে নিতে কোন বিকল্প বিবেচনা করতে হবে না। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল ইনজুরিমুক্ত হয়ে খেলতে চাইলে মাশরাফিকে যে কোন দলই নিতে পারবে। তবে এখন পুরো বিষয়টি নির্ভর করছে মাশরাফির নিজের ইচ্ছার ওপর। মঙ্গলবার হুট করেই দুপুরের একটু আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন মাশরাফি। এরপর চলে যান একাডেমি মাঠে। তখন গাজী গ্রুপ চট্টগ্রামের অনুশীলন চলছিল। সেদিন জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে ফেলে ৪ ওভার বোলিং অনুশীলন করেন মাশরাফি। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার তাকে পর্যবেক্ষণ করেন। সবমিলিয়ে তাই চট্টগ্রামে চলমান বঙ্গবন্ধু টি২০ কাপে মাশরাফিকে দেখা যেতে পারে এমন গুঞ্জন তৈরি হয়। যদিও দলটি থেকে এ ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। অন্যতম ব্যাটসম্যান মুমিনুল ইনজুরিতে ছিটকে গেছেন, তবে বিকল্প কাউকে নেয়ার পরিকল্পনার কথা জানায়নি দলটি। তবে বরিশাল মাশরাফিকে পেতে আগ্রহের কথা জানিয়েছে আগেই। তার অন্যতম ভক্ত বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। যদিও চলতি আসরে দলটির মূল সমস্যা ব্যাটিং নিয়ে, বোলাররা ভালই করছেন। রাজশাহী দল গড়ার সময় শীর্ষস্থানীয় কোন খেলোয়াড়কে দলে ভেড়ায়নি। আবার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ইনজুরি থেকে ফেরার চেষ্টায় আছেন। মাশরাফিকে নিয়ে শক্তিমত্তায় সহজেই একটা সামঞ্জস্য আনতে পারে রাজশাহী। তবে দলটি থেকে এমন কোন ইচ্ছা প্রকাশ করা হয়নি। মুশফিকুর রহিমের ঢাকা ৪ ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। এখন মাশরাফিকে দলে ভিড়িয়ে তারাও চাঙ্গা হতে চাইছে। চারদিকে যখন মাশরাফিকে নিয়ে গুঞ্জন, তখন জেমকন খুলনার ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খান সরাসরিই তাকে দলে পেতে আগ্রহের কথা জানালেন। তিনি বলেন, ‘মাশরাফি এমন একটা নাম এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাইবে। আমরা আগ্রহ দেখিয়েছি। এখন ওর থেকে আমাদের জানতে হবে ও কতটা প্রস্তুত, ওর ফিটনেসের কি অবস্থা। পাশাপাশি বোর্ডেরও কিন্তু একটি নীতিমালা ছিল।’ যদিও ম্যাচ খেলার যে ফিটনেস প্রয়োজন এখনও সে অবস্থায় ফেরেননি মাশরাফি।
×