ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর নতুন মাইলফলক

প্রকাশিত: ০১:৩২, ৪ ডিসেম্বর ২০২০

রোনাল্ডোর নতুন মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পেশাদার ক্যারিয়ারে ৭৫০তম গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বুধবার ঘরের মাঠ এ্যালিয়াঞ্জ এ্যারেনাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে গোল করে এই রেকর্ড গড়েছেন সিআর সেভেন। সেইসঙ্গে ইতিহাসের কেবল তৃতীয় ফুটবলার হিসেবে ৭৫০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ডে ভাগ বসালেন রোনাল্ডো। এদিন বড় জয় পেয়েছে তার দলও। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। অক্টোবরে প্রথম দেখায় কিয়েভে ২-০ ব্যবধানে জয়ী হয়েছির জুভেন্টাস। বুধবারও ইউক্রেনিয়ান দলটির বিপক্ষে নিজেদের এগিয়ে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি। ফেডেরিকো চিয়েসা ছিলেন জয়ের মূল নায়ক। ২১ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে রোনাল্ডো ও আলভারো মোরাতাকে দিয়ে দুই গোল করিয়েছেন। ডায়নামো গোলরক্ষক গিওর্গি বুশচান ১৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির হেড আটকে দেন। কিন্তু পাঁচ মিনিট পর ফিওরেন্টিনার সাবেক মিডফিল্ডার চিয়েসা এ্যালেক্স সান্দ্রোর ক্রস থেকে হেডের সাহায্যে বুশচানকে পরাস্ত করেন। দুই মাস আগে জুভেন্টাসে যোগ দেবার পর এটি তার প্রথম গোল। রোনাল্ডোর শট বারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগীজ এই তারকাকে হতাশ করেন বুশচান। জুভেন্টাসের আক্রমণাত্মক পারফরর্মেন্সের বিপরীতে সফরকারীরা খুব কমই নিজেদের প্রমাণ করতে পেরেছে। বিরতির ঠিক আগে ভিক্টর টিসাইগানকভকে রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক ওচিজচে সিজিসনি। ৫৭ মিনিটে রাইট উইং থেকে ইতালিয়ান চিয়েসার লো ক্রসে মোরাতার সহায়তায় রোনাল্ডো খুব কাছে থেকে বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লীগে নিজের গোলসংখ্যা রেকর্ড ১৩২-এ নিয়ে যান সিআর সেভেন। একইসঙ্গে ক্লাব ও দেশের হয়ে করলেন ৭৫০ গোল। ৬৬ মিনিটে চিয়েসার এসিস্টে মোরাতা চ্যাম্পিয়ন্স লীগে এবারের মৌসুমে নিজের ষষ্ঠ গোল করেন।
×