ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরুষদের চ্যাম্পিয়ন্স লীগে প্রথম নারী রেফারি

প্রকাশিত: ০১:৩২, ৪ ডিসেম্বর ২০২০

পুরুষদের চ্যাম্পিয়ন্স লীগে প্রথম নারী রেফারি

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপ সেরার প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে বুধবার জুভেন্টাস ও ডায়নামো কিয়েভ ম্যাচে রেফারি হিসেবে দেখা গেল তাকে। জুভেন্টাসের মাঠে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ২টায়। ৩৭ বছরে পা দেয়া রেফারি স্টেফানি ফ্রাপার অর্জন নেহাত কম নয়। গত বছর প্রথম নারী হিসেবে পুরুষদের বড় কোন ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন তিনি। ইস্তানবুলে তার পরিচালনায় উয়েফা সুপার কাপে খেলেছিল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি। গত বছরের জুলাইয়ে নিজ দেশে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি ছিলেন ফ্রাপা। একই বছরের এপ্রিলে প্রথম নারী হিসেবে পরিচালনা করেন ফরাীস লীগ ওয়ানের ম্যাচ। সেই ধারায় এবার নিখুঁতভাবেই পরিচালনা করলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভের ম্যাচ। ইউরোপা লীগে রেফারি হিসেবে তার অভিষেক হয় গত অক্টোবরে লেস্টার সিটি ও লুহান্সকের ম্যাচ দিয়ে। প্রথম নারী হিসেবে ইউরোপিয়ান ম্যাচ পরিচালনার কীর্তি অবশ্য সুইজারল্যান্ডের নিকোল পেতিগনাতের।
×