ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

প্রকাশিত: ০১:১৪, ৪ ডিসেম্বর ২০২০

গাজীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বৃহস্পতিবার রাতে দুটি পৃথক ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সা আরোহী দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর গ্রামের মৃত তরব আলীর ছেলে অটোরিক্সা চালক নুরুল ইসলাম (৪০), একই উপজেলার সাওরাইদ এলাকার মোস্তফা হেসেনের ছেলে দিনমজুর মোকারম হোসেন (৩৫) এবং ময়মনসিংহের পাগলা থানার লংগাই এলাকার মফিজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেন (৩২)। কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া এলাকার ব্রিজের পূর্ব পাশে কালীগঞ্জগামী একটি অটোরিক্সাকে অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিক্সা আরোহী দুইজন সড়কের ওপর ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলাম ও মোকারম হোসেন নিহত হয় এবং রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরই গাড়িটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে একইদিন সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় গাজীপুরগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
×