ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠন

প্রকাশিত: ০০:২৪, ৪ ডিসেম্বর ২০২০

ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ দেয়া ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উদ্যাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি এই কমিটি গঠন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৭ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চ দেয়া ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওইদিনই একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাবও অনুমোদন পায়। ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২১’ উদ্যাপনে ২৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
×