ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে গণতন্ত্র নেই ॥ গয়েশ্বর

প্রকাশিত: ২৩:৫২, ৪ ডিসেম্বর ২০২০

দেশে গণতন্ত্র নেই ॥ গয়েশ্বর

স্টাফ রিপোটার ॥ দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র্র রায়। বৃহস্পতিবার দুপুরে মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পবিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এ সরকার জনবিচ্ছিন্ন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি কে এম মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পবিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, পাতিল, কড়াই, প্লেট, চামচ ও মগসহ নিত্যপ্রয়োজনীয় ৭৫ আইটেমের জিনিসপত্র তুলে দেয়া হয়। এ সরকার জনবিচ্ছিন্ন–সালাম ॥ বর্তমান সরকার জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হেলেন জেরিন খানসহ অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×