ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিবন্ধীবান্ধব করার আহ্বান

প্রকাশিত: ২৩:৫০, ৪ ডিসেম্বর ২০২০

৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিবন্ধীবান্ধব করার আহ্বান

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ ২০২১-২৫ সালের বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিবন্ধিতাবান্ধব করার আহ্বান জানিয়েছে। ইউএনডিপি এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ প্রতিবন্ধিতা বিষয়ক ‘সামাজিক সুরক্ষা নীতিমালা ও কর্মসূচীসমূহকে প্রতিবন্ধিতাবান্ধব করি’ শীর্ষক কর্মশালায় এই দাবি জানায়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইউএনডিপি থেকে আমিনুল আরিফিন এবং সাইটসেভার্স থেকে অয়ন দেবনাথ। মূল প্রবন্ধে উঠে আসে প্রতিবন্ধীরা কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্যতম। এছাড়াও সরকারের সামাজিক সুরক্ষার বেষ্টনীর বর্তমান পরিধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত নয়। এই প্রেক্ষিতে কর্মশালার মূল প্রবন্ধ আগামী ২০২১-২৫ সালের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিবন্ধিতাবান্ধব করার জন্য সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছে এবং সামাজিক সুরক্ষার বেষ্টনীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকতর বাজেট বরাদ্দের জোর দাবি জানিয়েছে। -বিজ্ঞপ্তি
×