ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের নোটিসের বৈধতা চ্যালেঞ্জ, রুপার রিট খারিজ

প্রকাশিত: ২৩:১১, ৪ ডিসেম্বর ২০২০

দুদকের নোটিসের বৈধতা চ্যালেঞ্জ, রুপার রিট খারিজ

স্টাফ রিপোর্টার ॥ জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে তাকে দুদকে হাজির হওয়ার জন্য ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, জেডআই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম, মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, দুদকে হাজিরের জন্য দেয়া নোটিসের বৈধতা নিয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাকে দুদকে যেতে হবে। যদিও তার আইনজীবী বলেছেন তিনি অসুস্থ। এ কারণে ২৭ জানুয়ারি বা তার আগে তাকে দুদকে যেতে সময় দিয়েছে আদালত। গত ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নবেম্বর দুদকে হাজির হতে বলা হয়।
×