ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

প্রকাশিত: ২৩:১০, ৪ ডিসেম্বর ২০২০

রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ৩ ডিসেম্বর ॥ নানিয়ারচর উপজেলায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ১৯ মাইল এলাকার টিপরাছড়া রাস্তার মুখে সেনা টহলের ওপর ইউপিডিএফ গ্রুপের সদস্যদের অতর্কিতে গুলির জবাবে পাল্টা গুলিতে গ্রুপটির একজন সদস্য নিহত হয়েছে। ওই নিহত ব্যক্তির নাম নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩০)। পুলিশ লাশের কাছ থেকে একটি ২২ বোরের রাইফেল, একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও ১৮ হাজার টাকা উদ্ধার করেছে। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার সময় এই ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসন ও সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীরা গুলি করে এই সময় সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে সাজেক চাকমা নামে একজন নিহত হয়। এই সময়ে অপর দুজন পালিয়ে যায়। ইউপিডিএফ রাঙ্গামাটি ইউনিটের সচল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কিছু সাদা পোশাক ধারিরা নয়ন চাকমা নামে তাদের ওই কর্মীকে গুলি করে হত্যা করেছে বলে তিনি দাবি করেছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো এলাকায় সেনা ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি মর্গে পাঠিয়েছে। এ ব্যাপরে থানায় মামলা হয়েছে।
×