ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ ও বিএনপি মানুষকে হতাশ করেছে ॥ জি এম কাদের

প্রকাশিত: ২৩:০৯, ৪ ডিসেম্বর ২০২০

আওয়ামী লীগ ও বিএনপি মানুষকে হতাশ করেছে ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে হতাশ করেছে। তাই দেশের মানুষের আস্থার একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে খাগড়াছড়ি জেলা জাপা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় শ্রাবণী চাকমা এবং রোহিনী ত্রিপুরার নেতৃত্বে ২০ উপজাতীয় নেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন। জাপা চেয়ারম্যান তাদের স্বাগত জানান। এরপর খাগড়াছড়ি থেকে আসা জাতীয় পার্টি নেতৃবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করতে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে এ কথা উল্লেখ করে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, আগামীদিনের রাজনীতিতে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, বিএনপির যে অবস্থা তাতে কেউ আর দলটিতে যোগ দিতে চাচ্ছেনা। আবার আওয়ামী লীগে কেউ ইচ্ছে করলেই যোগ দিতে পারছেনা। তাই নতুন প্রজন্মের সামনে রাজনীতির জন্য জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ। অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের নাভিশ^াস উঠেছে। মানুষ পরিবর্তন চায়। বলেন, আওয়ামী লীগ ও বিএনপির বলয় থেকে মুক্ত হতে চায় দেশের মানুষ। তাদের সামনে সম্ভাবনাময় একমাত্র দল জাতীয় পার্টি। তাই আগামী নির্বাচনের আগেই দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাপা সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বাবু মনীন্দ্রলাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেশব লাল দেব, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা শাহবাজ উদ্দিন, আবুল হোসেন, কেন্দ্রীয় নেতা জেলা নেতা কংজুরী কর্মকার, আবুল কাশেম, জিল্লুর রহমান, চন্দ্রি লাল ত্রিপুরা। প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন সমন্বয় কমিটি পুনর্গঠিত ॥ জাতীয় পার্টির প্রস্তাবিত প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের জনমত সৃষ্টির লক্ষ্যে গঠিত ‘প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাধারণ সম্পাদক - সুনীল শুভ রায়, সভাপতিমণ্ডলীর সদস্য- জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফখরুল ইমাম এমপি, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মনিরুল ইসলাম মিলন, আহসান আদেলুর রহমান এমপি। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়ামের সদস্য মীর আব্দুস সবুর আসুদ।
×