ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা ॥ কাদের

প্রকাশিত: ২৩:০৩, ৪ ডিসেম্বর ২০২০

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ ডিসেম্বর ॥ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলকে বেচে খাওয়ার জন্য কাউকে দল ইজারা দেয়া হয়নি। দলের সিদ্ধান্তের বাইরে কেউ স্থানীয় সরকার তথা পৌরসভাসহ জাতীয় নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কেউ টাকার বিনিময়ে মাইম্যান হিসেবে কাউকে মনোনয়ন দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী মেতে উঠেছে। তিনি তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সৌদি আরব, তুরস্ক, ইরাক, ইরান, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওইসব দেশেও ভাস্কর্য রয়েছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে মৌলবাদী একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। শেখ হাসিনার নির্দেশে দেশের মানুষকে সজাগ থেকে এদের মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্তরাঁয় আয়োজিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন সঞ্চালনা করেন। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ হারুনুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর পৌর মেয়র ও প্রবীণ নেতা মোঃ আবু তাহের, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার খোকন পাল, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, এমএ মমিন পাটোয়ারী, রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন, রামগতি পৌর মেয়র মেজবাহউদ্দিন মেঝো, জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেঝবাহউদ্দিন বাপ্পী, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী ঘোষ, আবুল কাসেম চৌধুরী, ইসমাইল হোসেন, ওয়াহিদুর রহমান মুরাদ, অধ্যাপক আব্দুল ওয়াহেদ, নুরুল আমিন মাস্টার, আ.ক.ম রুহুল আমিনসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপি ২০১২-১৩ সালে সবচেয়ে বেশি আগুন সন্ত্রাস এবং নারকীয় তাণ্ডব চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের নারকীয় তাণ্ডবলীলার সুযোগ তাদের দেয়া হবে না। তিনি বলেন, দেশে খাদ্য সঙ্কট এবং বিদ্যুত সঙ্কট এখন আর নেই। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু রেল সেতুসহ মেগাপ্রকল্পের বাস্তবায়ন দেখে ঈর্ষান্বিত হয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত আবারও মেতে উঠেছে। এদেশে আর তাদের ঠাঁই হবে না। জননেত্রী শেখ হাসিনা তাদের সে সুযোগ দেবেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, সারাদেশে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে। লক্ষ্মীপুরে আরও উন্নয়ন হবে। এর মাধ্যমে লক্ষ্মীপুরের বিগত দিনের অলক্ষ্মী দূর হবে বলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন। আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মৌলবাদ, সন্ত্রাসী গ্রুপকে মোকাবেলা এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী দুই তিন মাসের মধ্যে সব উপজেলা এবং পৌরসভার কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দেন।
×