ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর অডিও এ্যালবাম প্রকাশ

প্রকাশিত: ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০২০

‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর অডিও এ্যালবাম প্রকাশ

সংস্কৃতি ডেস্ক ॥ কাজী নজরুল ইসলাম- কৃত হাফিজের ৭৩টি রুবাইয়াৎ-এর বঙ্গানুবাদ পাঠ নিয়ে ছায়ানটের (কলকাতা) নিবেদনে, বিশিষ্ট বাচিকশিল্পী শ্রী দেবাশিস বসুর কণ্ঠে কাজী নজরুল ইসলাম অনূদিত গ্রন্থ ‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর সম্পূর্ণ পাঠ অডিও এ্যালবাম হিসেবে প্রকাশিত হলো। ভাবনা ও পরিকল্পনায় সোমঋতা মল্লিক, প্রকাশনা ও বিশ্ব-পরিবেশনায় কোয়েস্ট ওয়ার্ল্ড, নির্মাণ-সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গে সোমঋতা মল্লিক বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ছায়ানট (কলকাতা) বিগত বছর ধরে বেশ কয়েকটি অমূল্য এ্যালবাম নিবেদন করেছে। এ্যালবামগুলোতে রয়েছে নানা বিয়য়-বৈচিত্র্য। সম্প্রতি নজরুলের জন্মস্থান চুরুলিয়ার ওপর একটি তথ্যচিত্র নির্মাণের সময় দেবাশিস দা’র সঙ্গে আলোচনা হয় নজরুল অনূদিত গ্রন্থ ‘রুবাইয়াৎ-ই-হাফিজ’ সম্পর্কে। তার কণ্ঠ-মাধুর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। একান্ত ব্যক্তিগত পরিসরে, যখন এই রুবাইয়াৎগুলো পড়েছি কেবলই মনে হয়েছে সকল নজরুল অনুরাগী যেন এই রসাস্বাদন থেকে বঞ্চিত না হন। সেই উদ্দেশ্যেই ছায়ানটের (কলকাতা) এই বিনম্র নিবেদন।
×