ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টেজ শোতে ব্যস্ত আঁখি আলমগীর

প্রকাশিত: ২১:৪৫, ৪ ডিসেম্বর ২০২০

স্টেজ শোতে ব্যস্ত আঁখি আলমগীর

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত তারকা সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর বলা যায় সেই আগেরই মতো স্টেজ শো’তে একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছেন। যেখানে পূর্বনির্ধারিত অনেক সঙ্গীতশিল্পীর স্টেজ শো এরইমধ্যে বাতিল হয়েছে। কিন্তু আঁখি আলমগীরের স্টেজ শো বহালই আছে। সেদিক বিবেচনায় তিনি একজন ভাগ্যবান শিল্পী। কারণ করোনার সেকেন্ড ওয়েব শুরু হবার কারণে দেশের নানান স্থানের স্টেজ শো বন্ধ হয়ে গেছে। সেদিক বিবেচনায় আঁখি আলমগীর টুকটাক তার শো’গুলো নিয়মিতই করে যাচ্ছেন। আজ এবং আগামীকাল পরপর দু’দিন আঁখি আলমগীর কক্সবাজারে দু’টি স্টেজ শো’তে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন গেল মঙ্গলবার রাতে। আঁখি আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অক্টোবর মাস থেকেই আমি স্টেজ শো’তে পারফর্ম করছি। আজ এবং আগামীকাল পরপর দু’দিন কক্সবাজারে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সবাই শো’তে আসবেন। আশাকরি এই দু’টি শোও বেশ ভাল হবে। আমি সব সময়ই আমার কাজ নিয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, যেভাবে আছি আমি আলহামদুলিল্লাহ। সবাই করোনার মধ্যে নিরাপদে থাকুন, সচেতন থাকুন, ভাল থাকুন এই কামনা করি।’ অভিনয়ে ছোটবেলাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। কিন্তু সঙ্গীতশিল্পী হিসেবে এই পুরস্কারপ্রাপ্তি না ঘটায় সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলায় যেন একটা আফসোস রয়েই গিয়েছিল তার। কারণ সঙ্গীতই যে তার পেশা। অবশেষে সেই আফসোসও আর রইল না আঁখি আলমগীরের জীবনে। তার বাবা জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীরেরই পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’তে ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আঁখি আলমগীর এমনই একজন সঙ্গীতশিল্পী যিনি গানে এবং অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ সিনেমায় গান গেয়েছেন আঁখি আলমগীর। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহা। গানের কথা হচ্ছে ‘তোমাকে খুঁজেছি... সবুজের হাত ধরে’। আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়।
×