ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় সাবেক ফরাসী প্রেসিডেন্টের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৪, ৪ ডিসেম্বর ২০২০

করোনায় সাবেক ফরাসী প্রেসিডেন্টের মৃত্যু

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালারি গিসকার্ড ডিএসটেইং করোনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভাইরাস সংশ্লিষ্ট জটিলতায় আক্রান্ত হওয়ার পর নিজের পারিবারিক বাড়ির কাছেই তার মৃত্যু হয়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়ার পর গত সেপ্টেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মধ্য নবেম্বরেও ফের তিনি হাসপাতালে যান। গিসকার্ডের মৃত্যুতে শোক জানিয়ে বর্তমান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাত বছরের শাসনামলে এক রূপান্তরিত ফ্রান্স উপহার দিয়েছেন তিনি। তার নির্দেশনা আজও আমাদের সার্বক্ষণিক পথ চলার পাথেয়।-আলজাজিরা
×