ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে লাভজিহাদ আইনে যুবক গ্রেফতার

প্রকাশিত: ২১:৩৪, ৪ ডিসেম্বর ২০২০

ভারতে লাভজিহাদ আইনে যুবক গ্রেফতার

ভারতে সদ্য পাস হওয়া ‘লাভজিহাদ’ ঠেকাতে ধর্মান্তর বিরোধী আইনের অধীনে প্রথম এক মুসলমান যুবককে গ্রেফতার করা হয়েছে। হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ এক মুসলমান যুবককে গ্রেফতার করা হয়। বুধবার আটকের পর অভিযুক্তকে ১৪ দিনের জন্য জুডিসিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের বেরেলি জেলা পুলিশ টুইট বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। গত সপ্তাহে ওই হিন্দু নারীর বাবা পুলিশের কাছে ওই মুসলমান যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার মেয়েকে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে, তা না করলে জীবননাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গণমাধ্যমকে অভিযুক্ত বলেন, তিনি নিরাপরাধ; ওই নারীর সঙ্গে তার কোন সম্পর্ক ছিল না। নতুন আইনে ধর্মান্তরিত করার অপরাধের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। এ ক্ষেত্রে জামিনের কোন সুযোগ নেই।-বিবিসি
×