ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে শান্তি আলোচনায় সম্মত আফগান সরকার- তালেবান

প্রকাশিত: ২১:৩৩, ৪ ডিসেম্বর ২০২০

অবশেষে শান্তি আলোচনায় সম্মত আফগান সরকার- তালেবান

আফগান সরকার ও তালেবান গোষ্ঠী অবশেষে শান্তি আলোচনায় বসতে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহাতে কয়েক মাস ধরে আলোচনার পর এ চুক্তি হলো। আফগান সরকারের পক্ষে সমঝোতাকারী দলের একজন সদস্য নাদের নাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আলোচনা কোন পদ্ধতিতে এগোবে সেটি চূড়ান্ত হয়েছে। এখন এজেন্ডা অনুসারে শান্তি আলোচনা চলবে। টুইট করে একই বিষয় নিশ্চিত করেন তালেবানের এক মুখপাত্র। দুই পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, শান্তি আলোচনার এজেন্ডা নির্ধারণে খসড়া প্রস্তুত করতে একটি যৌথ কমিটি কাজ করছে। আলজাজিরা। আফগানিস্তানে যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এ চুক্তিকে যুগান্তকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এর মাধ্যমে যুদ্ধবিরতিসহ অনেক স্পর্শকাতর ইস্যু নিয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরি হলো। আফগান সরকার ও তালেবানদের মধ্যে বুধবার স্বাক্ষরিত এ চুক্তি দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার পথ সুগম করে দিল। গত ১৯ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুই পক্ষের মধ্যে এটিই প্রথম কোন লিখিত চুক্তি।
×