ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে কৃষক আন্দোলনে শ্রমিকদের একাত্মতা ॥ বিপাকে মোদি সরকার

প্রকাশিত: ২১:৩০, ৪ ডিসেম্বর ২০২০

ভারতে কৃষক আন্দোলনে শ্রমিকদের একাত্মতা ॥ বিপাকে মোদি সরকার

ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এমনকি তারা হুমকি দিয়ে বলেছে যদি সরকার কৃষকদের দাবি মেনে না নেয়, তাহলে প্রথমে উত্তর ভারত এবং পরবর্তীকালে দেশজুড়ে প্রয়োজনীয় পণ্য চলাচল বন্ধ করে দেয়া হবে। বুধবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের পক্ষ থেকে এ হুমকি দেয়ায় অনেকটাই বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। খবর আলজাজিরা ও হিন্দুস্তান টাইমস অনলাইনের। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি কুলতারান সিং আতওয়াল জানিয়েছেন, সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস হয়েছে, সেগুলো নিয়ে কৃষকদের সঙ্গে কোন সমাধান না হলে তারাও রাস্তায় নামবেন। এই সংগঠন প্রায় এক কোটি ট্রাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। সংগঠনটির সভাপতি কুলতারান সিং আতওয়াল বলেন, ৮ ডিসেম্বর থেকে আমরা উত্তর ভারতে সব কর্মকাণ্ড বন্ধ করে দেব। উত্তর ভারত ও দিল্লী, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল ও জম্মু-কাশ্মীরে ট্রাক চলাচল বন্ধ থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার যদি এরপরও কৃষকদের দাবি না মানে তাহলে ভারতজুড়ে আমরা চাকা বন্ধ কর্মসূচী পালন করব। আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লী ঘিরে ফেলেছে। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও কৃষক এই অবরোধে যোগ দিতে ইতোমধ্যে রওনা দিয়েছে। দিল্লী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারত সরকারের তিন মন্ত্রী কৃষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসে। তবে সেই আলোচনাও ব্যর্থ হয়েছে। কৃষকদের দাবি, সরকারকে নতুন কৃষি আইন আগে বাতিল করতে হবে। আর ন্যূনতম সংগ্রহ মূল্য নিয়ে আইন করতে হবে, যাতে বেসরকারীভাবে যারা কৃষকদের কাছ থেকে ফসল কেনেন, তারা এই আইন মানতে বাধ্য থাকেন। সরকার অবশ্য কোন দাবি মানার ইঙ্গিত দেয়নি। কৃষকরা এখনও দিল্লী ঘিরে বসে আছেন। দিল্লীতে ঢোকার আরও একটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এই প্রতিবাদীদের দল ভারি করতে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আরও কৃষক এসে পৌঁছেছেন।
×