ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিডিয়া মুঘল জিমি লাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশিত: ২১:৩০, ৪ ডিসেম্বর ২০২০

মিডিয়া মুঘল জিমি লাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে শুনানি চলা পর্যন্ত আটক থাকবেন ৭৩ বছর বয়সী এ ধনকুবের। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত শুনানি চলবে। খবর এপি ও আলজাজিরা অনলাইনের। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বাসিন্দা জিমি লাইয়ের বিরুদ্ধে সেখানে চলমান গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সমর্থন রয়েছে বলে চীন মনে করে। এদিকে ধনকুবের জিমির লাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনায় হংকংয়ে চলমান আন্দোলন আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চীনের অন্যতম কট্টর সমালোচক জিমি লাই। পাশাপাশি তিনিও গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত। হংকংয়ে নিয়ন্ত্রণ পোক্ত করতে গত ১ জুলাই নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে বেজিং। গণতন্ত্রপন্থীরা আগেই আশঙ্কা প্রকাশ করেন, হংকংবাসীর যে স্বাধীনতা ও স্বায়ত্তশাসন অবশিষ্ট ছিল, সেটাও ধূলিসাৎ করবে আইনটি। এরপর নিজ বাসভবন থেকে জিমি লাই আটক হন। হংকংয়ে চলমান আন্দোলন নিয়ে চীন বারবার বলে আসছে যে, যুক্তরাষ্ট্রের মদদে এ আন্দোলন চলছে। যে কোন মূল্যে আন্দোলন দমাতে তৎপর চীন।
×