ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে অবৈধ ১১টি ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ২০:৫৯, ৩ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে অবৈধ ১১টি ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় অবস্থিত ১১টি অবৈধ ইটভাঁটিতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদফতরের পরিদর্শক মোঃ আব্দুল গফুর, মোঃ হাবিবুর রহমানসহ র‌্যাব-১১’র সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ৮টায় পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইটভাটাগুলো হলো- মেসার্স এইচ ইউ বি ব্রিকস, মেসার্স জি এস বি ব্রিকস, মেসার্স শীতলক্ষ্যা ব্রিকস-১, মেসার্স শীতলক্ষ্যা ব্রিকস-২, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-১, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-২, মেসার্স আল্লাহর দান ব্রিক ফিল্ড, মেসার্স খৈসাইর ব্রিকস, মেসার্স এম বি এ ব্রিকস ও মেসার্স এ এ বি ব্রিকসসহ ১১টি ইটভাঁটি। পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাঁটিগুলোকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাঁটিগুলো মধ্যে ৬টি ইটভাঁটি এ্যাক্সেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। ইটভাঁটির আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়। ইটভাঁটিগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে ইটভাঁটাগুলোর সকল কর্মকান্ড বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
×