ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসম শক্তির লড়াইয়ে শক্তিশালী কাল কাতারের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩০, ৩ ডিসেম্বর ২০২০

অসম শক্তির লড়াইয়ে শক্তিশালী কাল কাতারের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে স্বাগতিক কাতার, যাদের ফিফা রাংকিং ৫৯। তারা আবার এশিয়ার সেরা দলও (এশিয়ান কাপের চ্যাম্পিয়ন) বটে। আরও আছে আগামী ২০২২ ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশও তারা, ফলে মূলপর্বে অংশ নেয়া ৩২ দেশের মধ্যে এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে নিজেদের নামটি চূড়ান্ত করেছে দেশটি। অন্যদিকে বাংলাদেশ, যাদের ফিফা রাংকিং ১৮৪। সাফ অঞ্চলে মাত্র একবারের চ্যাম্পিয়ন তারা (২০০৩ সালে)। বোঝাই যাচ্ছে বাংলাদেশের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারই শক্তির নিরিখে যোজন ব্যবধানে এগিয়ে। তার ওপর তারা আজ শুক্রবারের ফিফা ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক। তাছাড়া বিশ্বকাপ বাছাইয়ের ই-গ্রুপে যেখানে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলে সবার নিচে (চার ম্যাচে ১ পয়েন্ট), সেখানে কাতার আছে সবার ওপরে (৫ ম্যাচে ১৩ পয়েন্ট)। ফলে বোঝাই যাচ্ছে এক অসম শক্তির লড়াইয়ে শক্তিধর কাতারকে মোকাবেলা করবে লাল-সবুজ বাহিনী। কাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে কাতার-বাংলাদেশ ম্যাচটি। ভেন্যু-আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে, দোহা। করোনা আক্রান্ত হওয়ায় শুরুতে কোচ জেমি ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ না দিতে পারেননি। তবে সুস্থ হয়ে বুধবার দোহায় পৌঁছেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট আশা করছে একদিনের আইসোলেশন শেষ করে ডাগ-আউটে দেখা যাবে এই ইংলিশ কোচকে। এ পর্যন্ত ৫ বার কাতারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাতার জিতেছে ৪ ম্যাচেই। বাঙলাদেশ ড্র করেছে একটি ম্যাচে। প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের এই ম্যাচটির ফিরতি লেগে কাতারের মাঠে খেলার কথা ছিল আগেই। যদিও করোনার দাপটে তা স্থগিত হয়ে যায়। অবশেষে আয়োজিত হচ্ছে ম্যাচটি।
×