ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক উন্নয়নে যুব সমাজের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের

প্রকাশিত: ১৮:৫০, ৩ ডিসেম্বর ২০২০

সামাজিক উন্নয়নে যুব সমাজের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের

স্টাফ রিপোটার॥ দেশের সামাজিক উন্নয়ন এবং পরনির্ভতা কমিয়ে আনতে যুব সমাজের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, এই শিক্ষার মাধ্যমে মাতৃমৃত্যুর হার শূণ্যতে নামিয়ে আনা, সঠিক পরিবার পরিকল্পনা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা শূন্যতে নামিয়ে আনতে হবে। করোনাভাইরাস সময়কালের মধ্যেও জনসংখ্যার এ সকল বিষয়সমূহের ওপর খেয়াল রাখার আহবান জানান তারা। দু’দিনব্যাপি এক আন্তজাতিক ই সম্মেলনে তারা এই অভিমত ব্যক্ত করেন। গত মঙ্গল ও বুধবার ইমারজিং পপুলেশন ইস্যু বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং ইউএনএফপি। সম্মেলনটির প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি তার বক্তৃতায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালযলয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, চলমান করোনভাইরাস মহামারীর ফলে তার আর্থ-সামাজিক ব্যবস্থার উপর প্রভাব পড়ছে। করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব হতে মুক্ত হতে সরকার এবং দাতাসংস্থা এবং বেসরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউএনএফপিএ এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ ড. আশা টর্কেলসন তার বক্তব্যে বাংলাদেশের সামাজিক উন্নয়ন এবং পরনির্ভরতা কমিয়ে আনতে যুব সমাজের স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চিতের আহ্বান জানান। বলেন এর মাধ্যমে মাতৃমৃত্যুর হার শূণে নামিয়ে আনা, সঠিক পরিবার পরিকল্পনা জেন্ডার ভিত্তিক সহিংসতাও হার শূণ্যে নামিয়ে আনতে হবে। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও জনসংখ্যার এ সকল বিষয়সমূহের ওপর খেয়াল রাখার আহবান জানান তিনি। পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ই-সম্মেলনটির উদ্বোধনী অধিবেশনে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এই ই-সম্মেলনটির পাঁচটি টেকনিকাল সেশন অনুষ্ঠিত হয়। এতে এগারো টি পেপার উপস্থাপন করা হয় বিভিন্ন বিষয়ের উপর।
×