ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিতদের রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে রিট

প্রকাশিত: ১৭:২৯, ৩ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিতদের রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে রিট

স্টাফ রিপোর্টার॥ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মামলায় দন্ডিতদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাউয়ুম খান এ রিট দায়ের করেন। রিটে শরিফুল হক ডালিম, এসএইচএমবি নুর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী এবং মোসলেহউদ্দীন ওরফে মুসলেমউদ্দীন ওরফে হিরন খান ওরফে মুসলেমউদ্দিন খানের রাষ্ট্রীয় খেতাব বাতিল চাওয়া হয়েছে। রিট আবেদনে বঙ্গবন্ধু হত্যা মামলার দন্ডিত এই চার আসামির রাষ্ট্রীয় পদক বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে এ মর্মে রুল জারির পাশাপাশি রুলের শুনানিকালেি এই চার আসামির পদক বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ চার জনকে বিবাদী করা হয়েছে। পরে রিটকারী আইনজীবী জানান, আবেদনটি আগামী সপ্তাহে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানির হতে পারে।
×