ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হচ্ছেন বরিস

প্রকাশিত: ১৪:৪৭, ৩ ডিসেম্বর ২০২০

আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হচ্ছেন বরিস

অনলাইন ডেস্ক ॥ আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে এ অনুরোধ জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৭ নভেম্বর টেলিফোনে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বিপরীতে, ২০২১ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ এর আগে, ১৯৯৩ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। আর এবছর ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তবে আগামী ২৬ জানুয়ারি ভারতের ওই অনুষ্ঠানে বরিস জনসন অংশ নেবেন কি না তা এখনও নিশ্চিত করেনি যুক্তরাজ্য। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন খুব শিগগিরই ভারত সফর করতে আগ্রহী। সামনেই ব্রেক্সিট, অন্যদিকে যুক্তরাষ্ট্রে আসতে চলেছে নতুন প্রশাসন। এই পরিস্থিতিতে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে চাইছেন মোদি-জনসন। গত সপ্তাহের ফোনালাপে প্রধানমন্ত্রী জনসন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন। এছাড়া, জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা। এর আগে, গত মাসে যুক্তরাজ্য-ভারতের মধ্যে বাণিজ্যের অংশীদারিত্ব নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেখানেও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকে স্কচ, হুইস্কিসহ যুক্তরাজ্যের বিভিন্ন পণ্য এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে আরও সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়৷ সূত্র: হিন্দুস্তান টাইমস
×