ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ১৪:১৫, ৩ ডিসেম্বর ২০২০

নেত্রকোনায় মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা শহরের শতবছরের প্রাচীন সাতপাই কালী মন্দির থেকে দিনদুপুরে চুরি হওয়ার দুই দিনের মধ্যে সাতভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করেছে পেশাদার চোর সুমন চন্দ্র সরকার ওরফে আরাধনকে (৩২)। আরাধন আটপাড়া উপজেলার বাইসা খলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র্র সরকারের ছেলে। বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মন্দিরের পুরোহিতের স্ত্রী শিউলী চক্রবর্তী ভোগ সরাতে পাশের কক্ষে গেলে চোর আরাধান প্রণাম করার ছলে মন্দিরের ভিতরে ঢোকে। মাত্র এক মিনিট সময়ের মধ্যে কালী মূর্তির দেহে থাকা প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পেছনের ওয়াল টপকে পালিয়ে যায়। চুরির বিষয়টি মন্দিরের সিসি ক্যামেরায় রেকর্ড হয়। পরে ওই সূত্র ধরে পুলিশ আরাধনকে সনাক্ত করে। বুধবার সন্ধ্যায় তাকে শহরের নরসিংহ জিউড় আখড়ার সামনে থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, আরাধন একজন পেশাদার চোর। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×