ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাসের সামনে ফেলে যাওয়া ব্যাগে টেপ মোড়ানো কৌটা

প্রকাশিত: ০০:৫৬, ৩ ডিসেম্বর ২০২০

মার্কিন দূতাবাসের সামনে ফেলে যাওয়া ব্যাগে টেপ মোড়ানো কৌটা

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকার গুলশানে মার্কিন দূতাবাসের এনেক্স ভবনের সামনের ফুটপাথ থেকে সন্দেহজনক একটি ব্যাগ পেয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উদ্ধার করা ওই ব্যাগে টেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্তু পাওয়া গেলেও তাতে কোন বিস্ফোরক ছিল না বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজের। ডিএমপির ডিপ্লোম্যাটিক বিভাগের উপ-কমিশনার আশরাফুল ইসলাম বলেন, একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি তল্লাশি করে। ব্যাগে কালো স্কচটেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্তু পাওয়া গেছে। কৌটার ভেতরে বালু ও কিছু তার পাওয়া গেছে। কিন্তু বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দূতাবাস ভবন বেশ দূরে। কালো রঙের ব্যাগটি দুই যুবক রেখে গেছে বলে পুলিশ জানিয়েছে। আশরাফুল বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই যুবক ব্যাগটি রেখে গেছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
×