ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীরপ্রতীক শাহজামান মজুমদার আর নেই

প্রকাশিত: ০০:২৬, ৩ ডিসেম্বর ২০২০

বীরপ্রতীক শাহজামান মজুমদার আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক শাহজামান মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৬৫ বছর। শাহজামান মজুমদার ১৯৮০ সাল থেকে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। থাকরাল ইনফরমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। খবর বিডিনিউজের। থাকরাল ইনফরমেশন সিস্টেমের একজন উর্ধতন কর্মকর্তা জানান, বেলা আড়াইটার দিকে শাহজামান মজুমদার মারা যান। সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, তিনি বার্ধক্যজনিত নানা কারণ, কিডনি রোগেও ভুগছিলেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ। আজ (বুধবার) দুপুরে শুনতে পেলাম, তিনি মারা গেছেন। প্রয়াতের ছেলে সেজান মজুমদার ফেসবুকে লিখেছেন, শাহজামান মজুমদারের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৫৫ সালে দিনাজপুর পৌরসভার কালিতলায় শাহজামান মজুমদার জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রজব আলী মজুমদার এবং মায়ের নাম সায়েরা মজুমদার। তার স্ত্রীর নাম নূরনাহার মজুমদার। তাদের এক ছেলে, এক মেয়ে। মুক্তিযুদ্ধের সময় শাহজামানের মা সায়েরা মজুমদার ও তার এক ভাইকে পাকিস্তানী বাহিনী হত্যা করে।
×