ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইনুর

প্রকাশিত: ২২:২২, ৩ ডিসেম্বর ২০২০

রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইনুর

স্টাফ রিপোর্টার ॥ ভুল বোঝাবুঝি নয় ভাস্কর্যবিরোধী রাজনৈতিক মোল্লারা বিএনপি-জামায়াতের ভাড়াটে খেলোয়াড় ও সরকার উৎখাতের পরিকল্পিত চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুমকি দিয়ে উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা এবং ধর্মের অপব্যাখ্যা ও ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার দাবিতে ঢাকা মহানগর জাসদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইনু। ভাস্কর্যের বিরোধিতা করে বঙ্গবন্ধুকে দ্বিতীয় বার মৌলবাদীরা হত্যা করছে মন্তব্য করে ইনু বলেন, দেশে ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন, এরা ধর্মীয় চিন্তাবিদ, আলেম, ওলামা, পীর, ধর্ম প্রচারকারী না। এরা সবাই কোন না কোন রাজনৈতিক দলের নেতা, এরা নির্বাচন করে, ভোটে দাঁড়ায়, এদের নির্বাচনী মার্কা প্রতীক আছে। এরা পবিত্র ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ধর্মের মনগড়া অপব্যাখ্যা দিয়ে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থের রাজনীতি করে। তিনি বলেন, এদের ভাস্কর্য বিরোধিতা বঙ্গবন্ধুর বিরোধিতা, বাংলাদেশের বিরোধিতা, বাঙালীয়ানার বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, সংবিধানের বিরোধিতা। অশান্তির উস্কানিদাতা এই রাজনৈতিক নেতাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক মোল্লাদের সামান্য ছাড় দেয়া, আশকারা দেয়া, এদের সঙ্কে কোলাকুলি করার কৌশল আত্মঘাতী। সরকারের যে দুই একজন মন্ত্রী, আওয়ামী লীগের যে দুই একজন নেতা আলোচনার মাধ্যমে ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে আশা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।
×