ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে বসত ঘরে অগ্নিকান্ড

প্রকাশিত: ২১:১৬, ২ ডিসেম্বর ২০২০

আড়াইহাজারে বসত ঘরে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে টিন ও কাঠ দিয়ে তৈরি চৌচালা বিশিষ্ট একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকান্ডে টিনের ঘর, নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কাসহ মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার বেলা ১১টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় আব্দুল খালেক মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আকস্মিকভাবে চৌচালা বিশিষ্ট বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরসহ সমগ্র আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে পানি ও বালি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে আগুনের খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আব্দুল খালেক বলেন, তাদের আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও জামকাপড়সহ মূল্যবান সকল জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাজাহান হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে ফ্রিজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষতিগ্রস্থরা দাবি করেছে আগুনে তাদের টিনের ঘর, মূলবান জিনিসপত্র, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার পুড়ে গেছে। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
×