ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ১৮:৫৫, ২ ডিসেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় শেয়ারবাজারে মতো বুধবারও উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেয়ারবাজারের সব সূচক বেড়েছে এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে সেখানে জুন ক্লোজিংয়ের বেশ কিছু কোম্পানির চমক দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজারে শুরুতেই বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি ঘটে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে তালিকাভুক্ত বিমা খাতের দর কমতে থাকে। অন্যদিকে জুন ক্লোজিংয়ের বড় কিছু কোম্পানির দর বাড়তে থাকে। ফলে সূচকের তীর আরও উপরে উঠতে থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৪.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৪৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৫.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১২৬.৬২ পয়েন্ট, ১ হাজার ৭০৪.৯৮ এবং ১ হাজার পয়েন্টে। ডিএসইতে ৮৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭৭ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টির বা ৪৩.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৬টির বা ২৯.৮৫ শতাংশের এবং ৯৬টি বা ২৭.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বিমা খাত। যদিও দিনটিতে খাতটির বেশিরভাগ কোম্পানির দর কমেছে। সারাদিনে খাতটির মোট ২১৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ২৬ দশমিক ৭৫ ভাগ। তবে প্রথমবারের মতো দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাতের কোম্পানি। এই দিনে খাতটির মোট ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সার্বিক লেনদেনের ১১ দশমিক ৪২ ভাগ। তৃতীয় স্থানে ছিল প্রকৌশল খাত। সারাদিনে সেখানে মোট ৮১ কোটি টাকার লেনদেন করেছে। এই খাতে লেনদেনে নেতৃত্ব দিয়েছে কাসেম ইন্ডাস্ট্রিজ। চতুর্থ অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতের শেয়ারগুলো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৮.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। সিএসইতে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×