ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

প্রকাশিত: ১৫:০৫, ২ ডিসেম্বর ২০২০

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে বুধবার নগরী ও জেলার উপজেলাগুলোতে উদ্যাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তি দিবস। সকাল সাড়ে নয়টায় নগরীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দলীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে দিবসটি উপলক্ষ্যে নগরীর সোহেল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইদিন জেলার আগৈলঝাড়া ও গৌরনদীসহ অন্যান্য উপজেলাগুলোতে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধের মাধ্যমে শান্তির সুবাতাস বইতে শুরু করে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তিচুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পেয়েছে।
×