ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ৪৯ বছর পরেও শত্রুরা পিছু ছাড়েনি

প্রকাশিত: ১৫:০৪, ২ ডিসেম্বর ২০২০

স্বাধীনতার ৪৯ বছর পরেও শত্রুরা পিছু ছাড়েনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার ৪৯ বছর পরেও শত্রুরা আমাদের পিছু ছাড়েনি। তারা নানাভাবে চক্রান্ত অব্যাহত রেখেছে। এ কারণেই এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। আমরা স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে চাই। এজন্য আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বরিশালে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, “বিজয়ের দিনে নতুনের পথে” শ্লোগানে বরিশালের অন্যতম যুব সংগঠন দি অডেশাস্’র আয়োজনে চতুর্থ বারের মতো ওইদিন বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচী থেকে পহেলা ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস পালনের দাবি করা হয়। বিজয়ের মাসের প্রথমদিনে শিশু-কিশোরদের যুদ্ধকালীন ঘটনা, দেশ স্বাধীনের ইতিহাস, যুদ্ধের ভয়াবহ ঘটনার কথা বর্ননা করেন বীর প্রতিক কেএস মহিউদ্দিন মানিক ও মোঃ রফিকুল ইসলাম। বরিশাল বদ্ধভূমি সংলগ্ন দিঘী (ত্রিশ গোডাউন) তীরে দি অডেশাস্’র সভাপতি দুর্জয় সিংহ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ, এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্টের সমন্বয়ক মনিরুল ইসলাম সোহান, ইনজামুল সাফিন, সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত খান প্রমুখ। মুক্তিযুদ্ধের গল্পের অনুষ্ঠানে আগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও যুব বিষয়ক প্লাকার্ড প্রর্দশন করা হয়। পরে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বদ্ধভূমি স্মৃতি ফলকে পুস্পার্ঘ্য অপর্ণ করা হয়েছে।
×